Skip to main content

কিভাবে একটি নতুন ডিজাইন করবেন?

Design Process
Freepic meetup Bangladesh 2019
Speech - M R Islam Khokon

#কিভাবে একটি নতুন ডিজাইন করবেন?

সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন করতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কালার, টাইটপোগ্রাফি, সেপ নিতে হয়। আজ আমি আলোচনা করব কিভাবে একটি প্রফেশনাল ডিজাইন করবেন। এবং কিভাবে আইডিয়া জেনারেট করবেন।



#Planning - পরিকল্পনা
একটি ইউনিক ডিজাইন করার জন্য পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ।
আপনি কি করবেন? কেন করবেন?কার জন্য করবেন?
এগুলা রিসার্চ করতে হবে।
একটি নিখুঁত পরিকল্পনাই দিতে পারে একটি ইউনিক ডিজাইন।
তাই ডিজাইনে পরিকল্পনার বিকল্প নেই।

#KeyWord Research - কি ওয়ার্ড রিসার্চ

কিওয়ার্ড হল আপনি কি তৈরি করবেন তা নির্দিষ্ট করা।
যে কোন ডিজাইনের ক্ষেত্রে লক্ষ্য স্থির করা খুব গুরুত্বপূর্ণ। তা না হলে আপনি সফল হতে পারবেন না।
যেমন আপনি কি তৈরি করবেন -

Flayer/Business Card/Id Card/Magazine /Text Effect etc. এগুলো থেকে আপনার কিওয়ার্ড নির্দিষ্ট করতে হবে। এবং সে অনুযায়ী ডিজাইন করতে হবে।

#Data Research - ডাটা রিসার্চ

 ডাটা রিসার্চ হল আপনার কিওয়ার্ড অনুযায়ী ডিজাইনে আপনি কি রকম ডাটা ইনফুট করবেন।
এখন আপনার কিওয়ার্ড যদি হয় Corporate Flayer.
তাহলে আপনি গুগলে গিয়ে Corporate Flayer নামে সার্চ দিতে পারেন।
এখন থেকে Corporate Flayer এর অনেক গুলো রেজাল্ট আসবে। এখান থেকে আপনি ধারণা নিতে পারেন। Corporate Flayer এ কি রকম ডাটা দেওয়া থাকে।

আর একটা পদ্ধতি হল Corporate কোম্পানি গুলোর flayer দেখা সেখানে তারা কি রকম ডাটা ব্যবহার করেছে।
এজন্য ও আপনি গুগলের সাহায্য নিতে পারেন।

#Design Style - ডিজাইন স্টাইল

একটি ডিজাইন তৈরি করার পূর্বে আপনাকে অবশ্যই ডিজাইন স্টাইল সেট করতে হবে।
আপনি কোন স্টাইলে ডিজাইন করবেন।

ধরুন আপনি ফ্লায়ার ডিজাইন করবেন।
এখন ফ্লায়ার কোন স্টাইলে করবেন?
যেমন -
Abstract Flayer Design / Elegant Flayer Design / Liquid Flayer Design /polygon Flayer Design /Flat Flayer Design.
এসব স্টাইলের মধ্যে আপনি কোন স্টাইলে ফ্লায়ার তৈরি করবেন তা আপনাকে নির্দিষ্ট করতে হবে।

#Design Idea Generate - ডিজাইন আইডিয়া জেনারেট

ডিজাইন স্টাইল সেট করার পর, আপনাকে ডিজাইন আইডিয়া জেনারেট করতে হবে। আপনি সম্পূর্ণ ডিজাইন কে কিভাবে কভার করবেন বা ডিজাইনের আউটলুক কেমন হবে।

ডিজাইন আইডিয়া জেনারেট করার অনেক গুলো সিস্টেম রয়েছে। আমি কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি।

ধরুন আপনি abstract Flayer ডিজাইন করবেন।
এখন আপনি গুগলে গিয়ে abstract Flayer লিখে সার্চ দেন। অনেক গুলো ডিজাইন আসবে এগুলো থেকে ধারণা নিন।  এই ডিজাইন গুলা Experiment করুন, Research করুন তার পর ডিজাইনে একটি ইউনিক আইডিয়া apply করুন।

shutterstock / Freepic / Graphic River এ আপনার keyword লিখে সার্চ করুন। অসংখ্য ডিজাইন দেখবেন। এগুলা থেকে আইডিয়া নিন।

#Design Sketch - ডিজাইন স্কেচ

খাতায় ডিজাইন স্কেচ করেও কিন্তু আপনি ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারেন।
এখন স্কেচের জন্য i-pad এবং বিভিন্ন সফটওয়্যার রয়েছে। তাই আপনি খাতায় স্কেচ করতে না চাইলে ipad কিংবা কম্পিউটারে স্কেচ করুন।

#Colour Picked - কালার পিক

ডিজাইনের জন্য কালার কোথায় পাব?

আপনি গুগলে গিয়ে সার্চ করুন flat colour.
হাজার হাজার কালার চলে আসবে। কালার প্লেট বানানোর অসংখ্য সাইট রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন।

আপনি কিন্তু ন্যাচারাল ফটোগ্রাফি থেকেও কালার পিক করতে পারেন।

বিঃদ্রঃ আমি কালার নিয়ে এখানে আলোচনা করছি না, কালার নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছি আপনারা চাইলে সেই আর্টিকেল টি পড়তে পারেন। তাহলে কালার সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হবে।
এই গ্রুফে খুঁজে দেখলে আর্টিকেল টি পেয়ে যাবেন।

#Typography - টাইপোগ্রাফি

আপনারা যার টাইপোগ্রাফি নিয়ে কাজ করেন।
আপনাদের কিন্তু ফন্ট ককম্বিনেশন করে কাজ করতে হয়।বর্তমানে গুগল ফন্ট কিন্তু একটি ফন্ট সিলেক্ট করলে সাজেস্ট করে এই ফন্টের সাথে কোন ফন্টের কম্বিনেশন ভাল।

এছাড়া বিভিন্ন ব্লগ আছে যেখানে ফন্ট কম্বিনেশন নিয়ে সুন্দর আর্টিকেল রয়েছে। আপনারা সেগুলো ফলো করতে পারেন।

#Presentation - উপস্থাপনা

আপনি ভাল ডিজাইন করতে পারেন। কিন্তু আপনি ডিজাইন Presentation না জানলে আপনার ডিজাইন ভ্যালুহীন হয়ে যাবে।
তাই ভাল ডিজাইনের পাশাপাশি ভাল presentation ও জরুরী।

এজন্য আপনি মকাপ ইউজ করতে পারেন।গ্রামে একটি কথা প্রচলিত রয়েছে - "পেটে ভাত না থাকলে কেউ দেখে না, পিঠে কাপড় না থাকলে সবাই দেখে"

আশা করি আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা বুঝেছেন।

বিঃদ্রঃ এই আর্টিকেলটি এমআরআই  খোকন ভাইয়ার স্পিস থেকে অনুপ্রাণিত হয়ে লিখা।

Comments

Popular posts from this blog

ডিজাইন লেআউট, ডিজাইন রুলস। ট্রিক্সফোরাম TricsForm, Ripon Sarkar, RiponSarkar21

ডিজাইন লেআউট, ডিজাইন রুলস। #Design Layout  আপনি যদি ডিজাইনের রুলস না মেনে ডিজাইন করেন। তাহলে আপনি যত ভাল ডিজাইন ই করেন না কেন আপনার ডিজাইন রিজেক্ট হবে এটাই স্বাভাবিক। ডিজাইনের ক্ষেত্রে অধিকাংশ ডিজাইন রিজেক্ট হয় কম্পোজিশন রিজেক্ট এর কারনে। আর কম্পোজিশনের গুরুত্বপূর্ণ একটা অংশ হল layout। আজ আপনাদের সাথে শেয়ার করব layout এর কিছু টিপস এন্ড ট্রিকস। আপনি কিভাবে একটি সুন্দর ডিজাইন করবেন।কিভাবে layout সাজাবেন,layout এর রুলস কি ইত্যাদি। #What is layout? লে আউট কী

Design A logo for Raw & Rare , Raw & Rare ( Healthy Food Store) Logo Ripon Sarkar TricsForum

Design A Logo for Raw & Rare Please rate the logo within 10. Is the logo cover the Brand? Business Name    : Raw & Rare Slogan.                : Healthy Food Store Type of service.   : Supplier of Organic foods, Honey, Rice and others Designer.            : Ripon Sarkar Update: 12.07.2020 RGB Color Mode Background #02280d Green #00d029 Yellow #fff200

ফাইবার এ কাজ পাওয়ার কিছু টিপসঃ ট্রিকসফোরাম Tricsforum রিপন সরকার

ফাইবার এ কাজ পাওয়ার কিছু টিপস ঃ আমি আগেই বলছি আমি কোনো গুরু না আমি ফাইভারে মাত্র 18 দিন ধরে কাজ করছি । আমি যে সাফল্য পেয়েছি তার কিছুদিক আমি তুলে ধরবো । শুরুতে আপনার খেয়াল রাখতে হবে আপনি কিসের ওপর ফাইভারে সেবা দিবেন । আমি মনে করি যারা নতুন তারা শুরুতে তিন এর অধিক গিগ না বানানো ভালো । আর গিগ বানানোর সময় অবশ্যই কারো টা কপি করবেন না , বেশীরভাগ সেলার গিগ কপি করে বলে তারা অর্ডার পায়নি কারন আপনি যখন কোথাও থেকে কপি করছেন সেটা ফাইভারে আগে থেকেই আসে তাই ফাইভার আপনার গিগটা কে কখন ও সার্চ ইঞ্জিনে রাখবে না যার ফলে আপনি অর্ডার ও পাবেন না । আপনার ইংলিশে প্রবলেম ??