ফ্রিপিক থেকে ফাইল রিজেক্ট করার কারণ সমুহঃ
#Freepik যে সকল কারনে vectors ফাইল রিজেক্ট করে।
1. Limited commercial value
#সীমাবদ্ধ বাণিজ্যিক মূল্য,
ফ্রিপিক আপনার ফাইল দিয়ে ব্যবসা করবে। এখন আপনার ফাইল যদি ডাউনলোড না হয় তাহলে তো ফ্রিপিকের কোন ব্যবসায়িক লাভ হবে।
তাই ফ্রিপিক ক্যালকুলেশন করে দেখে আপনার ফাইল যদি নির্দিষ্ট প্রপিট না করতে পারে তাহলে ফাইল রিজেক্ট করে দিবে।
2. Aesthetic and technical issues
#আপনার ডিজাইনে কম্পোজিশন, কালার, টাইপোগ্রাফি ঠিক না থাকলে Aesthetic and technical issues
ইস্যুতে আপনার ডিজাইন রিজেক্ট করে দিবে।
তাই ডিজাইন করার সময় এগুলোর প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে।
3. Similar submissions
#আপনার ফাইল রিজেক্ট হবে যদি অন্য ডিজাইনারের সাথে আপনার ডিজাইন মিলে যায়। কিংবা আপনার আগের ডিজাইনের সাথে মিলে গেলেও।
Changing color:
অন্য ডিজাইন কপি করলে কিংবা শুধু মাত্র কালার পরিবর্তন করে আপলোড দিলে।
Recycling elements:
অন্যের ইলিমেন্ট চুরি করে ডিজাইনে বসালে প্লাগারিসম বা চুরি করার কারনে রিজেক্ট হবে ডিজাইন।
4. Composition
#আপনার ডিজাইন যদি ব্যাসিক কম্পোজিশন ফুলপিল না করতে পারে তাহলে ডিজাইন রিজেক্ট হবে।
যেমন -
প্রত্যেকটা ইলিমেন্ট সুন্দর করে সাজাতে হবে।
আর্টবোটের মধ্যে ফাইল গুলো রাখতে হবে।
টাইপোগ্রাফি পপার ভাবে ইউজ করতে হবে।
কনটেন্ট ভাল ভাবে সাজাতে হবে।
অন্যথায় আপনার ফাইল রিজেক্ট হবে।
5. Wrongly used typography
#আপনার ডিজাইনের সাথে ফন্টের মিল না থাকলে আপনার ফাইল রিজেক্ট হবে। ডিজাইনের সাথে ফন্টের সমন্বয় থাকতে হবে।
নিচের কারন গুলোর কারণে আপনার ফাইল রিজেক্ট হতে পারে।
Functionality:
আপনি ডিজাইনে এমন ফন্ট ব্যবহার করতে হবে যেন ফন্ট সুন্দর ভাবে দেখা যায়, পডতে সুবিধা হয়, ডিজাইনের সুন্দর্য্য ফুটিয়ে তুলে।
এবং ডিজাইনের সাথে ফন্টের একটি সাদৃশ্য থাকে।
Composition:
ডিজাইনে টেক্সট বক্স অবশ্যই পপারলি এলাইনেন্ট করতে হবে। ফন্টের উইদ এবং হাইট ঠিক রাখতে হবে।
অন্যথায় দুর্বল কম্পোজিশনের কারনে ফাইল রিজেক্ট হবে।
Characters set:
আপনার ডিজাইনের punctuation, symbols, mathematical signs and diacritics
ইত্যাদি সঠিক ভাবে ব্যবহার করতে হবে।
Lettering:
আপনার ডিজাইনের মধ্যে ফন্ট অন্তর্ভুক্ত থাকলে,অবশ্যই আপনি ফন্টকে আউট লাইন করে দিবেন, তা না হলে ফাইনাল ফাইল ডাউনলোড করলে ফন্ট মিসিং দেখাবে।
যদি কোন কারনে টাইপোগ্রাফি আপনার ডিজাইনের মেইন ইলিমেন্ট হয় তাহলে আমরা আপনাকে হাইলি রিকমেন্ড করব, ফন্ট ডাউনলোড লিংক দেওয়ার জন্য।
অথবা ফন্টের নাম উল্লেখ করে দেওয়ার জন্য তাহলে বায়ার ফন্টটি কালেকশন করতে পারবে।
আমরা সব সময় সাজেস্ট করব ফ্রি ফন্ট ইউজ করার জন্য।
6. Outdated
#ডিজাইনের মেয়াদ শেষ হয়ে গেলে, আপনি ডিজাইন সাবমিট করলে আপনার ডিজাইন রিজেক্ট হবে।
ধরুন আপনি হ্যাপি নিউ ইয়ার ২০১৯ ডিজাইন করেছেন এখন ২০২০ চলতেছে কাজে আপনার ডিজাইন রিজেক্ট হবে। কারন ২০১৯ সাল চলে গেছে এই ডিজাইন এখন কেউ নিবে না।
আমরা আপনাকে হাইলি সাজেস্ট করব অন্তত ২মাস আগে ডিজাইন সাবমিট করার জন্য।
তাহলে ইউজার আপনার ডিজাইন টি ডাউনলোড করতে পারবে। এবং এটা আপনার জন্য প্রপিটেবল হবে।
7. Language wrongly used
#ফ্রিপিকে ইংরেজি ল্যাংগুয়েজ ছাডা অন্য ল্যাংগুয়েজ এলাউ করে না।আপনাকে অবশ্যই সেনটেন্স শুদ্ধভাবে লিখতে হবে। ধর্মীয় এবং রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন হয় এমন কোন সেনটেন্স ইউজ করতে পারবেন না।
8. Grammar and spelling errors
#আপনার ডিজাইনে গ্রামার এবং স্পেলিং ভুল থাকলে ফাইল রিজেক্ট হবে।
9. Duplicate
#ডুপ্লিকেট ফাইল আপলোড দেওয়া যাবে না।
ধরুন আপনি একটি ফাইল আপলোড দিলেন এখন সেই ফাইলটি এপ্রোব হোক কিংবা না হোক কিংবা আন্ডার রিভিউতে থাকুক।আপনি পুনরায় এই ফাইল আপলোড দিতে পারবেন না।
কিন্তু আপনি যদি সিংগেল কতগুলো ফাইলকে সেট হিসেবে আপলোড দেন তবে তা এপ্রোব হবে। এমনকি এটা ফ্রিপিক লাইক করে।
10. Plagiarism
#আপনার ডিজাইনের প্রতিটি ইলিমেন্ট আপনার নিজের হতে হবে। আপনি যদি আপনার ডিজাইনে অন্য ডিজাইনার এর ইলিমেন্ট ব্যবহার করেন তাহলে আপনার কন্টেন্ট রিজেক্ট করে দেওয়া হবে।
ফ্রিপিক কখনো অন্যের বেক্টর নিজের ডিজাইনে এলাউ করে না।
প্রত্যেক চুরি করা কন্টেন্ট রিজেক্ট করা হবে। এবং আপনার কন্টিবিউটর একাউন্ট infringes copyright
এর কারনে স্থায়ী ভাবে ব্লক হয়ে যাবে।
আপনার ডিজাইনের ক্ষেত্রে একটা ইলিমেন্ট বার বার আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন না।যাইহোক
minimal ডিজাইনের ক্ষেত্রে ফ্রিপিক কিছুটা ছাড় দেয়। তবে আমি সাজেস্ট করব ব্যবহার না করতে।
ফ্রিপিক এমন কোন ডিজাইন এলাউ করে না যেটা অলরেডি ফ্রিপিক এ রয়েছে কিংবা অন্য মার্কেটপ্লেসগুলোতে রয়েছে। এরকম কোন ডিজাইন আপলোড দিলে ফাইল রিজেক্ট হবে।
আপনি নতুন ডিজাইন ক্রিয়েট করতে অন্য ডিজাইনের অনুপ্রেরণা নিতে পারেন। তবে ডিজাইনে আপনি অন্যের ইলিমেন্ট ব্যবহার করতে পারবেন না, যদিও এখানে আপনার অনেক ইলিমেন্ট থাকে।
আপনি যদি ট্রেস করে কোন ডিজাইন সাবমিট করেন তাহলে অবশ্যই আপনাকে প্রমান করতে হবে যে অরজিনাল ইমেজের মালিক আপনি। তা না হলে ফাইল রিজেক্ট হবে।
আপনি যদি ফটোগ্রাফি নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে ১০০% নিজস্ব ছবি আপলোড দিতে হবে। অন্য ডিজাইনারের ছবি সাবমিট করলে আপনার একাউন্ট ব্লক করে দেওয়া হবে।
11. Trademark / Copyright
#আপনার ডিজাইনে অন্য কোন কোম্পানির লোগো ইউজ করতে পারবেন না। যেমন- এডোব,আমাজন, প্রান ইত্যাদি তবে সোশ্যাল আইকন ব্যবহার করতে পারবেন।
সেলিব্রেটি এবং পপুলার পলিটিশিয়ানের ছবি দিতে পারবেন না। কারন তাদের ছবিতে কপিরাইট থাকে।
12. Ethical Policies
#আপনার ডিজাইনে সেক্সুয়ালি কোন ইন্টেনশন থাকলে ডিজাইন রিজেক্ট করে দিবে। ফ্রিপিক এমন কোন ডিজাইন এলাউ করে না যা ইউজারের ফিলিংস এ সমস্যা সৃষ্টি এর করে।
13. Do not include attribution
#আপনার ডিজাইনে ওয়াটার মার্ক কিংবা অন্য কোন এট্রিবিউশন দেওয়া যাবে না। এগুলো ফ্রিপিক এপ্রোভ করবে না। যেমন ডিজাইন বাই লিই।
14. Invalid file
#আপনার ফাইল সঠিকভাবে আপলোড না হলে ফাইল রিজেক্ট হবে।
15. Send to Flaticon
#এমন কোন কন্টেন্ট একচেপ্ট করা হবে না যেগুলো ফ্লাট আইকনে অলরেডি পাব্লিশ হয়ে আছে।
16. Send as .psd file
#ফাইল সাবমিট করার ক্ষেত্রে . Psd ব্যবহার করতে হবে।
আপনার ফাইল সব রিকোয়ারমেন্ট ফুলফিল করলে ফ্রিপিক আপনার ফাইল এপ্রোভ করে দিবে।
17. Send as photo (.jpg)
#jpg ফাইল সাবমিট করার ক্ষেত্রে. Jpg ব্যবহার করতে হবে। আপনার ডিজাইন ঠিক থাকলে ফ্রিপিক আপনার ডিজাইন এপ্রোভ করে দিবে।
18. Lack of coherence
#ডিজাইনের সাথে সমাঞ্জ্যতা নেই এমন কোন ইলিমেন্ট ব্যবহার করলে। ডিজাইন রিজেক্ট হয়।
19. Live Trace
#ফ্রিপিক লাইভ ট্রেস করা ফটোগ্রাফি এপ্রোভ করে না।
লাইভ ট্রেসের মাধ্যমে টেক্সার এবং ওয়াটার কালার ডিজাইন ও রিজেক্ট করে দেয়।
ট্রেস করা ফাইল এ কোয়ালিটি লস হয়ে যায়। যা একজন ইউজার কে সন্তুষ্ট করতে পারে না।
20."Image not included" label
#আপনি যদি প্রিভিউ ইমেজে ইমেজ নট ইনক্লুড মেনশন না করেন তাহলে আপনার ডিজাইন রিজেক্ট হবে।
আপনাকে অবশ্যই ইমেজ নট ইনক্লুড মেনশন করে দিতে হবে।
21. Image included in .eps
#আপনি ইপিএস ফাইলে ইমেজ দিতে পারবেন না। আপনি শুধু প্রিভিউ ফাইলে ইমেজ ব্যবহার করতে পারবেন। তাও ইমেজ নট ইনক্লুড মেনশন করে দিতে হবে।
আপনি অন্য কারো ইমেজ ব্যবহার করতে পারবেন না।
ফ্রি ইমেজ ব্যবহার করতে হলে অবশ্যই চেক করে দেখবেন ইমেজটি কমার্শিয়াল ব্যবহারের অনুমতি রয়েছে কিনা। অন্যথায় ফাইল রিজেক্ট হবে।
22. Color palette
#আপনার কালার প্লেট অবশ্যই ডিজাইনের সাথে ম্যাসিং হতে হবে। ডিজাইনের মিনিং অনুযায়ী রিসার্চ করে কালার প্লেট তৈরি করতে হবে। অন্যথায় আপনার ডিজাইন রিজেক্ট হবে।
23. Group in a set
#আপনার ডিজাইনের লেয়ার গুলোকে সুন্দর করে গ্রুফ আকারে সেট করুন। সিমিলার ডিজাইন একই গ্রুফে রাখুন।
অন্যথায় কম্পিজিশন রিজেক্ট হতে পারে ডিজাইন।
24. Preview and EPS not related
#আপনার ডিজাইনের প্রিভিউ ইমেজ এবং ইপিএস ইমেজ একই নামে সেভ করতে হবে।
প্রিভিউ ইমেজের সাথে ইপিএস ইমেজের মিল না থাকলে আপনার ডিজাইন রিজেক্ট হবে।
কারনে আপনার প্রিভিউ ইমেজের সাথে মেইন ডিজাইনের মিল না থাকলে ইউজার বিব্রত হবে।
25. Unwanted elements in the artboard
#আপনার ডিজাইনে ইলাস্ট্রেশন ছাড়া অপ্রয়োজনীয় ইলিমেন্ট থাকলে ডিজাইন রিজেক্ট করা হবে।
26. Non-editable text
#আপনার রিসোর্স এ টেক্সট আউই লাইন করে দিলে বা টেক্সট কাস্টমাইজ করা না গেলে আপনার ডিজাইন রিজেক্ট হবে।
বিঃদ্রঃ আর্টিকেল টি ফ্রিপিকের অফিশিয়াল সাইট থেকে বাংলা অনুবাদ করা হয়েছে। তবে অনুবাদ করার ক্ষেত্রে আমার নিজস্ব ভাষা ব্যবহার করা হয়েছে যাতে রিডারগন সহজে বুঝতে পারে।
কোন ভুল ইনফরমেশন থাকলে কারেকশনের অনুরোধ রইল 😊
Designer. : Ripon Sarkar
1. Limited commercial value
#সীমাবদ্ধ বাণিজ্যিক মূল্য,
ফ্রিপিক আপনার ফাইল দিয়ে ব্যবসা করবে। এখন আপনার ফাইল যদি ডাউনলোড না হয় তাহলে তো ফ্রিপিকের কোন ব্যবসায়িক লাভ হবে।
তাই ফ্রিপিক ক্যালকুলেশন করে দেখে আপনার ফাইল যদি নির্দিষ্ট প্রপিট না করতে পারে তাহলে ফাইল রিজেক্ট করে দিবে।
2. Aesthetic and technical issues
#আপনার ডিজাইনে কম্পোজিশন, কালার, টাইপোগ্রাফি ঠিক না থাকলে Aesthetic and technical issues
ইস্যুতে আপনার ডিজাইন রিজেক্ট করে দিবে।
তাই ডিজাইন করার সময় এগুলোর প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে।
3. Similar submissions
#আপনার ফাইল রিজেক্ট হবে যদি অন্য ডিজাইনারের সাথে আপনার ডিজাইন মিলে যায়। কিংবা আপনার আগের ডিজাইনের সাথে মিলে গেলেও।
Changing color:
অন্য ডিজাইন কপি করলে কিংবা শুধু মাত্র কালার পরিবর্তন করে আপলোড দিলে।
Recycling elements:
অন্যের ইলিমেন্ট চুরি করে ডিজাইনে বসালে প্লাগারিসম বা চুরি করার কারনে রিজেক্ট হবে ডিজাইন।
4. Composition
#আপনার ডিজাইন যদি ব্যাসিক কম্পোজিশন ফুলপিল না করতে পারে তাহলে ডিজাইন রিজেক্ট হবে।
যেমন -
প্রত্যেকটা ইলিমেন্ট সুন্দর করে সাজাতে হবে।
আর্টবোটের মধ্যে ফাইল গুলো রাখতে হবে।
টাইপোগ্রাফি পপার ভাবে ইউজ করতে হবে।
কনটেন্ট ভাল ভাবে সাজাতে হবে।
অন্যথায় আপনার ফাইল রিজেক্ট হবে।
5. Wrongly used typography
#আপনার ডিজাইনের সাথে ফন্টের মিল না থাকলে আপনার ফাইল রিজেক্ট হবে। ডিজাইনের সাথে ফন্টের সমন্বয় থাকতে হবে।
নিচের কারন গুলোর কারণে আপনার ফাইল রিজেক্ট হতে পারে।
Functionality:
আপনি ডিজাইনে এমন ফন্ট ব্যবহার করতে হবে যেন ফন্ট সুন্দর ভাবে দেখা যায়, পডতে সুবিধা হয়, ডিজাইনের সুন্দর্য্য ফুটিয়ে তুলে।
এবং ডিজাইনের সাথে ফন্টের একটি সাদৃশ্য থাকে।
Composition:
ডিজাইনে টেক্সট বক্স অবশ্যই পপারলি এলাইনেন্ট করতে হবে। ফন্টের উইদ এবং হাইট ঠিক রাখতে হবে।
অন্যথায় দুর্বল কম্পোজিশনের কারনে ফাইল রিজেক্ট হবে।
Characters set:
আপনার ডিজাইনের punctuation, symbols, mathematical signs and diacritics
ইত্যাদি সঠিক ভাবে ব্যবহার করতে হবে।
Lettering:
আপনার ডিজাইনের মধ্যে ফন্ট অন্তর্ভুক্ত থাকলে,অবশ্যই আপনি ফন্টকে আউট লাইন করে দিবেন, তা না হলে ফাইনাল ফাইল ডাউনলোড করলে ফন্ট মিসিং দেখাবে।
যদি কোন কারনে টাইপোগ্রাফি আপনার ডিজাইনের মেইন ইলিমেন্ট হয় তাহলে আমরা আপনাকে হাইলি রিকমেন্ড করব, ফন্ট ডাউনলোড লিংক দেওয়ার জন্য।
অথবা ফন্টের নাম উল্লেখ করে দেওয়ার জন্য তাহলে বায়ার ফন্টটি কালেকশন করতে পারবে।
আমরা সব সময় সাজেস্ট করব ফ্রি ফন্ট ইউজ করার জন্য।
6. Outdated
#ডিজাইনের মেয়াদ শেষ হয়ে গেলে, আপনি ডিজাইন সাবমিট করলে আপনার ডিজাইন রিজেক্ট হবে।
ধরুন আপনি হ্যাপি নিউ ইয়ার ২০১৯ ডিজাইন করেছেন এখন ২০২০ চলতেছে কাজে আপনার ডিজাইন রিজেক্ট হবে। কারন ২০১৯ সাল চলে গেছে এই ডিজাইন এখন কেউ নিবে না।
আমরা আপনাকে হাইলি সাজেস্ট করব অন্তত ২মাস আগে ডিজাইন সাবমিট করার জন্য।
তাহলে ইউজার আপনার ডিজাইন টি ডাউনলোড করতে পারবে। এবং এটা আপনার জন্য প্রপিটেবল হবে।
7. Language wrongly used
#ফ্রিপিকে ইংরেজি ল্যাংগুয়েজ ছাডা অন্য ল্যাংগুয়েজ এলাউ করে না।আপনাকে অবশ্যই সেনটেন্স শুদ্ধভাবে লিখতে হবে। ধর্মীয় এবং রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন হয় এমন কোন সেনটেন্স ইউজ করতে পারবেন না।
8. Grammar and spelling errors
#আপনার ডিজাইনে গ্রামার এবং স্পেলিং ভুল থাকলে ফাইল রিজেক্ট হবে।
9. Duplicate
#ডুপ্লিকেট ফাইল আপলোড দেওয়া যাবে না।
ধরুন আপনি একটি ফাইল আপলোড দিলেন এখন সেই ফাইলটি এপ্রোব হোক কিংবা না হোক কিংবা আন্ডার রিভিউতে থাকুক।আপনি পুনরায় এই ফাইল আপলোড দিতে পারবেন না।
কিন্তু আপনি যদি সিংগেল কতগুলো ফাইলকে সেট হিসেবে আপলোড দেন তবে তা এপ্রোব হবে। এমনকি এটা ফ্রিপিক লাইক করে।
10. Plagiarism
#আপনার ডিজাইনের প্রতিটি ইলিমেন্ট আপনার নিজের হতে হবে। আপনি যদি আপনার ডিজাইনে অন্য ডিজাইনার এর ইলিমেন্ট ব্যবহার করেন তাহলে আপনার কন্টেন্ট রিজেক্ট করে দেওয়া হবে।
ফ্রিপিক কখনো অন্যের বেক্টর নিজের ডিজাইনে এলাউ করে না।
প্রত্যেক চুরি করা কন্টেন্ট রিজেক্ট করা হবে। এবং আপনার কন্টিবিউটর একাউন্ট infringes copyright
এর কারনে স্থায়ী ভাবে ব্লক হয়ে যাবে।
আপনার ডিজাইনের ক্ষেত্রে একটা ইলিমেন্ট বার বার আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন না।যাইহোক
minimal ডিজাইনের ক্ষেত্রে ফ্রিপিক কিছুটা ছাড় দেয়। তবে আমি সাজেস্ট করব ব্যবহার না করতে।
ফ্রিপিক এমন কোন ডিজাইন এলাউ করে না যেটা অলরেডি ফ্রিপিক এ রয়েছে কিংবা অন্য মার্কেটপ্লেসগুলোতে রয়েছে। এরকম কোন ডিজাইন আপলোড দিলে ফাইল রিজেক্ট হবে।
আপনি নতুন ডিজাইন ক্রিয়েট করতে অন্য ডিজাইনের অনুপ্রেরণা নিতে পারেন। তবে ডিজাইনে আপনি অন্যের ইলিমেন্ট ব্যবহার করতে পারবেন না, যদিও এখানে আপনার অনেক ইলিমেন্ট থাকে।
আপনি যদি ট্রেস করে কোন ডিজাইন সাবমিট করেন তাহলে অবশ্যই আপনাকে প্রমান করতে হবে যে অরজিনাল ইমেজের মালিক আপনি। তা না হলে ফাইল রিজেক্ট হবে।
আপনি যদি ফটোগ্রাফি নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে ১০০% নিজস্ব ছবি আপলোড দিতে হবে। অন্য ডিজাইনারের ছবি সাবমিট করলে আপনার একাউন্ট ব্লক করে দেওয়া হবে।
11. Trademark / Copyright
#আপনার ডিজাইনে অন্য কোন কোম্পানির লোগো ইউজ করতে পারবেন না। যেমন- এডোব,আমাজন, প্রান ইত্যাদি তবে সোশ্যাল আইকন ব্যবহার করতে পারবেন।
সেলিব্রেটি এবং পপুলার পলিটিশিয়ানের ছবি দিতে পারবেন না। কারন তাদের ছবিতে কপিরাইট থাকে।
12. Ethical Policies
#আপনার ডিজাইনে সেক্সুয়ালি কোন ইন্টেনশন থাকলে ডিজাইন রিজেক্ট করে দিবে। ফ্রিপিক এমন কোন ডিজাইন এলাউ করে না যা ইউজারের ফিলিংস এ সমস্যা সৃষ্টি এর করে।
13. Do not include attribution
#আপনার ডিজাইনে ওয়াটার মার্ক কিংবা অন্য কোন এট্রিবিউশন দেওয়া যাবে না। এগুলো ফ্রিপিক এপ্রোভ করবে না। যেমন ডিজাইন বাই লিই।
14. Invalid file
#আপনার ফাইল সঠিকভাবে আপলোড না হলে ফাইল রিজেক্ট হবে।
15. Send to Flaticon
#এমন কোন কন্টেন্ট একচেপ্ট করা হবে না যেগুলো ফ্লাট আইকনে অলরেডি পাব্লিশ হয়ে আছে।
16. Send as .psd file
#ফাইল সাবমিট করার ক্ষেত্রে . Psd ব্যবহার করতে হবে।
আপনার ফাইল সব রিকোয়ারমেন্ট ফুলফিল করলে ফ্রিপিক আপনার ফাইল এপ্রোভ করে দিবে।
17. Send as photo (.jpg)
#jpg ফাইল সাবমিট করার ক্ষেত্রে. Jpg ব্যবহার করতে হবে। আপনার ডিজাইন ঠিক থাকলে ফ্রিপিক আপনার ডিজাইন এপ্রোভ করে দিবে।
18. Lack of coherence
#ডিজাইনের সাথে সমাঞ্জ্যতা নেই এমন কোন ইলিমেন্ট ব্যবহার করলে। ডিজাইন রিজেক্ট হয়।
19. Live Trace
#ফ্রিপিক লাইভ ট্রেস করা ফটোগ্রাফি এপ্রোভ করে না।
লাইভ ট্রেসের মাধ্যমে টেক্সার এবং ওয়াটার কালার ডিজাইন ও রিজেক্ট করে দেয়।
ট্রেস করা ফাইল এ কোয়ালিটি লস হয়ে যায়। যা একজন ইউজার কে সন্তুষ্ট করতে পারে না।
20."Image not included" label
#আপনি যদি প্রিভিউ ইমেজে ইমেজ নট ইনক্লুড মেনশন না করেন তাহলে আপনার ডিজাইন রিজেক্ট হবে।
আপনাকে অবশ্যই ইমেজ নট ইনক্লুড মেনশন করে দিতে হবে।
21. Image included in .eps
#আপনি ইপিএস ফাইলে ইমেজ দিতে পারবেন না। আপনি শুধু প্রিভিউ ফাইলে ইমেজ ব্যবহার করতে পারবেন। তাও ইমেজ নট ইনক্লুড মেনশন করে দিতে হবে।
আপনি অন্য কারো ইমেজ ব্যবহার করতে পারবেন না।
ফ্রি ইমেজ ব্যবহার করতে হলে অবশ্যই চেক করে দেখবেন ইমেজটি কমার্শিয়াল ব্যবহারের অনুমতি রয়েছে কিনা। অন্যথায় ফাইল রিজেক্ট হবে।
22. Color palette
#আপনার কালার প্লেট অবশ্যই ডিজাইনের সাথে ম্যাসিং হতে হবে। ডিজাইনের মিনিং অনুযায়ী রিসার্চ করে কালার প্লেট তৈরি করতে হবে। অন্যথায় আপনার ডিজাইন রিজেক্ট হবে।
23. Group in a set
#আপনার ডিজাইনের লেয়ার গুলোকে সুন্দর করে গ্রুফ আকারে সেট করুন। সিমিলার ডিজাইন একই গ্রুফে রাখুন।
অন্যথায় কম্পিজিশন রিজেক্ট হতে পারে ডিজাইন।
24. Preview and EPS not related
#আপনার ডিজাইনের প্রিভিউ ইমেজ এবং ইপিএস ইমেজ একই নামে সেভ করতে হবে।
প্রিভিউ ইমেজের সাথে ইপিএস ইমেজের মিল না থাকলে আপনার ডিজাইন রিজেক্ট হবে।
কারনে আপনার প্রিভিউ ইমেজের সাথে মেইন ডিজাইনের মিল না থাকলে ইউজার বিব্রত হবে।
25. Unwanted elements in the artboard
#আপনার ডিজাইনে ইলাস্ট্রেশন ছাড়া অপ্রয়োজনীয় ইলিমেন্ট থাকলে ডিজাইন রিজেক্ট করা হবে।
26. Non-editable text
#আপনার রিসোর্স এ টেক্সট আউই লাইন করে দিলে বা টেক্সট কাস্টমাইজ করা না গেলে আপনার ডিজাইন রিজেক্ট হবে।
বিঃদ্রঃ আর্টিকেল টি ফ্রিপিকের অফিশিয়াল সাইট থেকে বাংলা অনুবাদ করা হয়েছে। তবে অনুবাদ করার ক্ষেত্রে আমার নিজস্ব ভাষা ব্যবহার করা হয়েছে যাতে রিডারগন সহজে বুঝতে পারে।
কোন ভুল ইনফরমেশন থাকলে কারেকশনের অনুরোধ রইল 😊
Designer. : Ripon Sarkar
Comments
Post a Comment