Illustrator to Photoshop Convert =D
একটি নতুন বিষয় সম্পর্কে জানার আগ্রহ আপনাকে সময়ের সাথে সাথে অন্যদের থেকে এগিয়ে যেতে সাহায্য করবে। ডিজাইনাররা যেমন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডিজাইন কেন্দ্রিক সফটওয়্যারের উপর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নখদর্পণে রাখার চেষ্টা করে।
তবে নতুন কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকা সত্তেও ভালো রিসোর্সের অভাবে অনেক সময় তা জানা হয়ে উঠে না। তেমনই একটি অতি গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় বিষয় হচ্ছে Adobe Illustrator থেকে Photoshop-এ ফাইল কনভার্টের প্রকিয়া।
যদিও যে কোন ফাইল Adobe Illustrator থেকে সরাসরি Export এর মাধ্যমে Photoshop এ কনভার্ট করা সম্ভব। তবে এই পদ্ধতি খুব একটা কার্যকর না।
কারনঃ
❌ Layer merge এর মতো সমস্যা।
❌ Font expand হয়ে যাওয়া।
❌ Clipping mask error ইত্যাদি।
কনভার্টের এই প্রক্রিয়া সহজ এবং দ্রুত করার জন্য বেশ কিছু script ব্যবহার করা যেতে পারে। যাদের মধ্যে Github এর ai-to-psd, Script টি বেশ প্রসিদ্ধ।
Download Link- https://github.com/creold/ai-to-psd
সুবিধার দিক থেকে এটির মাধ্যমে Font expand, layer merge এবং Clipping mask সহ সাধারন বিষয়গুলো খুব সহজেই মেইন ফাইলের মতো থাকে। ( তবে কিছু কিছু ক্ষেত্রে এটি পুরোপুরি কার্যকর না )
কিভাবে এটি ইন্সটল করবেন?
✅ প্রথমে Download link থেকে Script টি ডাউনলোড করুন।
✅ তারপর C drive থেকে Program FilesAdobeAdobe Illustrator CC 2019Presetsen_USScripts
✅ এরপর Illustrator বন্ধ করে আবার অপেন করুন।
ব্যবহারের প্রক্রিয়া
✅ Illustrator এর যে ফাইলটি কনভার্ট করতে চাচ্ছেন তা অপেন করে প্রথমে FileScriptsai-to-psd করে Script করে নিন।
✅ তারপর FileExportExport as psd
✅ এভাবেই খুব সহজে Illustrator থেকে Photoshop এর ফাইল খুবই দ্রুততার সাথে কনভার্ট করা সম্ভব।
এমন তথ্যবহুল বিষয় জানতে আমাদের পেজ ফলো করে রাখুন।
পেইজঃ facebook.com/xvectintern/
©Xvect Intern
Comments
Post a Comment