বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি ভালো।
আমার আজকের এই পোস্টটা এয়ারটেল অপারেটর ব্যবহারকারীদের জন্য। আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করে থাকি, ইন্টারনেট ব্যবহার করার জন্য বিভিন্ন সময়ে ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজ কিনে থাকি। যখন তুলনামূলক কম ব্যবহার করার পরিকল্পনা থাকে তখন মাস মেয়াদী প্ল্যান, আবার যখন দ্রুত সময়ে বেশি ব্যবহার করার প্ল্যান থাকে, তখন অল্প মেয়াদি হেভি প্যাক ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের পূর্বে লম্বা মেয়াদি প্যাকেজ কেনা অবস্থায় ইন্টারনেটের বেশি ব্যবহার করা দরকার হয়ে পড়ছে। সেই সময় আমরা নতুন করে স্বল্পমেয়াদী ইন্টারনেট প্যাকেজ কিনলেও, প্রথমে কেনা বেশি মেয়াদী প্যাকেজটির নেট আগে শেষ হয়ে যায়, যা আমরা আশা করি না। যাই হোক আমরা আমাদের ইচ্ছা মতো একাধিক প্ল্যান থেকে কোন প্ল্যান বন্ধ রাখা, কোন প্ল্যান চালু করার অপশনটি এখন শিখে রাখবো।
চলুন কাজের কথায় যাওয়া যাক
ডায়াল করুন *8444#
নিচের মত একটি ইউএসএসডি নোটিফিকেশন পাবেন
আশা করি ভালো।
আমার আজকের এই পোস্টটা এয়ারটেল অপারেটর ব্যবহারকারীদের জন্য। আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করে থাকি, ইন্টারনেট ব্যবহার করার জন্য বিভিন্ন সময়ে ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজ কিনে থাকি। যখন তুলনামূলক কম ব্যবহার করার পরিকল্পনা থাকে তখন মাস মেয়াদী প্ল্যান, আবার যখন দ্রুত সময়ে বেশি ব্যবহার করার প্ল্যান থাকে, তখন অল্প মেয়াদি হেভি প্যাক ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের পূর্বে লম্বা মেয়াদি প্যাকেজ কেনা অবস্থায় ইন্টারনেটের বেশি ব্যবহার করা দরকার হয়ে পড়ছে। সেই সময় আমরা নতুন করে স্বল্পমেয়াদী ইন্টারনেট প্যাকেজ কিনলেও, প্রথমে কেনা বেশি মেয়াদী প্যাকেজটির নেট আগে শেষ হয়ে যায়, যা আমরা আশা করি না। যাই হোক আমরা আমাদের ইচ্ছা মতো একাধিক প্ল্যান থেকে কোন প্ল্যান বন্ধ রাখা, কোন প্ল্যান চালু করার অপশনটি এখন শিখে রাখবো।
চলুন কাজের কথায় যাওয়া যাক
ডায়াল করুন *8444#
নিচের মত একটি ইউএসএসডি নোটিফিকেশন পাবেন
2 দিয়ে সেন্ড করুন
তখন নিচের মত একটি ইউএসএসডি নোটিফিকেশন পাবেন
এখান থেকে আপনি আপনার ক্রয়কৃত বা সক্রিয় প্যাকেজ গুলোকে সেগুলো দেখতে পাবেন।
এখান থেকে আপনি যে প্যাকেজটিতে যেতে চান সেই প্যাকেজ এর নাম্বারটি বসিয়ে সেন্ড করুন।
উদাহরণস্বরূপ আমি 2 চাপলামএবং সেন্ড করলাম। অর্থাৎ আমার দ্বিতীয় প্যাকেজটি সিলেক্ট করলাম। অতঃপর আমি নিচের স্ক্রিন এর মত ইউএসএসডি নোটিফিকেশন পেয়েছি।
এখন নিচে থাকা অপশন থেকে 1প্রেস করে Temporary Stop Plan সিলেক্ট করে সেন্ড করলাম
অতঃপর এরকম একটি স্ক্রিন আসলো.
Comments
Post a Comment