ফাইবার এ কাজ পাওয়ার কিছু টিপস ঃ আমি আগেই বলছি আমি কোনো গুরু না আমি ফাইভারে মাত্র 18 দিন ধরে কাজ করছি । আমি যে সাফল্য পেয়েছি তার কিছুদিক আমি তুলে ধরবো । শুরুতে আপনার খেয়াল রাখতে হবে আপনি কিসের ওপর ফাইভারে সেবা দিবেন । আমি মনে করি যারা নতুন তারা শুরুতে তিন এর অধিক গিগ না বানানো ভালো । আর গিগ বানানোর সময় অবশ্যই কারো টা কপি করবেন না , বেশীরভাগ সেলার গিগ কপি করে বলে তারা অর্ডার পায়নি কারন আপনি যখন কোথাও থেকে কপি করছেন সেটা ফাইভারে আগে থেকেই আসে তাই ফাইভার আপনার গিগটা কে কখন ও সার্চ ইঞ্জিনে রাখবে না যার ফলে আপনি অর্ডার ও পাবেন না । আপনার ইংলিশে প্রবলেম ??