Skip to main content

Posts

Showing posts from August, 2020

ফাইবার এ কাজ পাওয়ার কিছু টিপসঃ ট্রিকসফোরাম Tricsforum রিপন সরকার

ফাইবার এ কাজ পাওয়ার কিছু টিপস ঃ আমি আগেই বলছি আমি কোনো গুরু না আমি ফাইভারে মাত্র 18 দিন ধরে কাজ করছি । আমি যে সাফল্য পেয়েছি তার কিছুদিক আমি তুলে ধরবো । শুরুতে আপনার খেয়াল রাখতে হবে আপনি কিসের ওপর ফাইভারে সেবা দিবেন । আমি মনে করি যারা নতুন তারা শুরুতে তিন এর অধিক গিগ না বানানো ভালো । আর গিগ বানানোর সময় অবশ্যই কারো টা কপি করবেন না , বেশীরভাগ সেলার গিগ কপি করে বলে তারা অর্ডার পায়নি কারন আপনি যখন কোথাও থেকে কপি করছেন সেটা ফাইভারে আগে থেকেই আসে তাই ফাইভার আপনার গিগটা কে কখন ও সার্চ ইঞ্জিনে রাখবে না যার ফলে আপনি অর্ডার ও পাবেন না । আপনার ইংলিশে প্রবলেম ??

Illistrator to Photoshop Convert Tricsforum Ripon Sarkar

Illustrator to Photoshop Convert =D একটি নতুন বিষয় সম্পর্কে জানার আগ্রহ আপনাকে সময়ের সাথে সাথে অন্যদের থেকে এগিয়ে যেতে সাহায্য করবে। ডিজাইনাররা যেমন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডিজাইন কেন্দ্রিক সফটওয়্যারের উপর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নখদর্পণে রাখার চেষ্টা করে। তবে নতুন কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকা সত্তেও ভালো রিসোর্সের অভাবে অনেক সময় তা জানা হয়ে উঠে না। তেমনই একটি অতি গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় বিষয় হচ্ছে Adobe Illustrator থেকে Photoshop-এ ফাইল কনভার্টের প্রকিয়া।